অষ্ট্রেলিয়া, মরক্কো ও কাতারে ঈদের দিনক্ষন ঘোষণা

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অষ্ট্রেলিয়া। দেশটিতে সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী বুধবারই দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে। স্থানীয় এবং বিশ্বব্যাপী পর্যবেক্ষণের অনুসন্ধানের পর, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল নিশ্চিত করেছে যে সিডনি এবং পার্থে নির্দিষ্ট সময়ে মঙ্গলবার নতুন চাঁদ দেখা যায়নি। ফলস্বরূপ আগামী মঙ্গলবার রমজানের শেষ দিন হবে এবং ঈদুল ফিতর বুধবার উদযাপিত হবে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বার্মিংহাম মেইল বলছে, সরাসরি চাঁদ না দেখে বিশেষ পর্যবেক্ষণ ও হিসাবনিকাশের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এবং তাদের এই সিদ্ধান্তকে সম্মান করার আহ্বান জানানো হয়েছে। এবারের ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে সিডনি ও পার্থের জ্যোতির্বিজ্ঞানের তথ্যমতে। এদিকে কাতারে ১০ এপ্রিল বুধবার শাওয়ালের প্রথম দিন এবং ঈদুল ফিতর হবে। পাশাপাশি আগামী বুধবার  ঈদ উদযাপন করবে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। সোমবার এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।