টি এইচ জি বাংলা ডেস্ক:
গুজরাতের ২৪ বছরের তরুণী ক্ষমা বিন্দু নিজেকেই বিয়ে করবেন। কেননা তিনি নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। জানা গেছে, আগামী ১১ জুন বিয়ের দিন। তবে ওই দিন কনে সেজে ক্ষমা বিন্দু সাত পাকে ঘুরবেন নিজের সঙ্গেই! ক্ষমার বিয়ের আসরে বর ও বরযাত্রী ছাড়া কনে, কন্যাদান, সিঁদুরদান, অগ্নিসাক্ষী, বিয়ের মন্ত্র— সবকিছুই থাকবে। এই অভিনব বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে।