নিজস্ব সংবাদদাতা, টিএইচজি:
দুয়ারে সরকারে ওরা যেতে পারেনি, তাই পরিষেবা দিতে বাড়িতে বাড়িতে গেলেন নদিয়ার করিমপুর-২ ব্লকের প্রশাসনের কর্তারা। স্থানীয় মানুষ বলছেন, প্রশাসনের এমন উদ্যোগে তারা খুশি।
প্রশাসন সূত্রে খবর, দুয়ারে সরকার কর্মসূচিতে এমন অনেকেই আছেন যারা বিভিন্ন কারণে ক্যাম্পে যেতে পারেননি। এইসব মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয় তার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় বিডিও, এসডিও সহ প্রশাসনের লোকেরা মানুষের ঘরে চলে যাচ্ছেন, সমস্যা শুনেছেন, সমাধানের আশ্বাস দিয়েছেন।
এদিকে রাজ্যের অন্য জায়গাতেও এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ধমানের খণ্ডকোষ ব্লকের বিডিও সত্যজিৎ কুমার জানান, আমাদের এখানে ৩১ মে ট্যাবলো বের হয়। বিভিন্ন দূর এলাকায় যারা দুয়ারে সরকারে আসেননি তাদের কাছে প্রশাসনের লোকেরা যান।
মালদার কালিয়াচক ১ ব্লকের বিডিও সেলিম হাবিব। সরদার জানান, আমরা বুথে ভিত্তিক ক্যাম্প করেছি। সব বুথে না হলেও প্রায় বুথে