টিএইচজি ডেস্ক:
ছাত্রছাত্রীদের জন্য সুখবর। ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা বাড়ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, প্রতি স্কুলে আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হয়েছে।
এবার মাধ্যমিক পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন ছাত্রছাত্রী। এই বিপুল সংখ্যক পড়ুয়ার কথা মাথায় রেখে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বাধিক ৪০০ জন পড়ুয়াকে ভর্তি নিতে পারবে কোনও স্কুল। মনে করা হচ্ছে, এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে বহু ছাত্রছাত্রী।