টিএইচজি ডেস্ক:
সৌদি আরব সফরে যাচ্ছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী সপ্তাহে তিনি ওই দেশে গিয়ে যুবরাজের সাথে দেখা করবেন বলে খবরে প্রকাশ। বাইডেন এমন একটা সময় আরব সফরে যাচ্ছেন যখন বিশ্বজুড়ে জ্বালানির আকশচুম্বী দামের মধ্যে ওপেক প্লাস আরো তেল উৎপাদনের ঘোষণা দিয়েছে।
জানা গেছে, তেল উৎপাদনে সৌদি-রুশ তরফে তেল উত্পাদনের সীমা বেঁধে দেয়ায় অপরিশোধিত তেলের দাম বেড়েছে এবং এর ফলে আমেরিকানরা রেকর্ড পরিমাণ উচ্চমূল্যে পাম্প থেকে তেল কিনছেন। আর ওপেক দেশগুলো ঘোষণা করেছে, তারা জুলাই এবং আগস্টে প্রতিদিন ৬ লাখ ৪৮ হাজার ব্যারেল উৎপাদন বাড়াবে যা তেলের দামের কারণে বিপদে থাকা বিশ্ব অর্থনীতিকে কিছুটা স্বস্তি দেবে।