বর্বরতার যুগের ছবি, কন্যাসন্তানের জন্ম হওয়ায় বধূকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি লাথি মারলো শাশুড়ি!

 

টিএইচজি ডেস্ক:

সেই প্রাচীন যুগের কোনও এক সময় নাকি ঘরে মেয়ে জন্ম নিলে বাবার মুখ কালি হয়ে যেত। পাড়ার লোক কী বলবে, সেই ভয়ে মেয়েকে খুন করতো। তেমন ছবি তাই বলে আধুনিক যুগে দেখতে হবে?
সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে আর তা হল, এক মহিলার গর্ভে পরপর দু’বারই কন্যা সন্তান হওয়ায় তাঁকে রাস্তায় ফেলে নৃশংস ভাবে মারধর করলেন শ্বশুরবাড়ির লোকজন। শাশুড়িও মারমূখী! উত্তর প্রদেশের মাহুবা জেলার এই ঘটনার ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দু’জন মহিলা এলোপাথাড়ি লাথি, ঘুষি মারছেন এক মহিলাকে। শুধু তাই নয়, মারের সঙ্গে চলছে অকথ্য ভাষায় গালাগালি।
অভিযোগ, মার খেয়ে আর্ত চিৎকার করলেও মহিলাকে উদ্ধারে এগিয়ে আসেননি কেউ। বরং অনেকে এই দৃশ্য ক্যামেরা করেছে।
এই নিষ্ঠুর ঘটনা প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ পুলিশ। হয়েছে এফআইআর। হাসপাতালে ভর্তি করা হয়েছে নির্যাতিতা বধূকে। বধূর অভিযোগ, বিয়ের পর থেকে শশুর বাড়ীর লোকজন যখন তখন তাঁর গায়ে হাত তুলতেন। কেন পুত্রসন্তান হয়নি, এই প্রশ্ন তুলে দিনের পর দিন তাঁকে শারীরিক এবং মানসিক নিপীড়ন করেন স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও