বিজেপি কি মুখতার আব্বাস নকভিকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করবে!

 

টিএইচজি:
ভারতীয় জনতা পার্টিতে সংখ্যালঘু মুসলিম নেতা মন্ত্রী হাতে গোনা, এই অভিযোগ বারবার শুনতে হচ্ছে দলটিকে। সরকারে থেকেও কেন সংখ্যালঘুরা ব্রাত্য সেই প্রশ্ন উঠেছে। তবে বিজেপি মুখতার আব্বাস নকভি,শাহনেওয়াজদের কিছুটা জায়গা দিয়ে একটা বার্তা দিতে চেয়েছে, তাদের দলে সংখ্যালঘুও আছে। কিন্তু একটি ধর্মনিরপেক্ষ দেশে রাজনৈতিক দলগুলোতেও যে সব সম্প্রদায়ের প্রতিনিধির যথেষ্ট উপস্থিতি প্রয়োজন, তা অনেকেই মানেন। কিন্তু বিজেপিকে ‘আপন’ করতে পারেনি সংখ্যালঘু সমাজ। এর অবশ্য কারণও আছে। বিজেপি আমলে যেভাবে সংখ্যালঘুদের টার্গেট করা হয়েছে, তা সরকার হিসেবে বিজেপির জন্যও সুখের নয়। বিরোধীরা বারবার মোদি সরকারকে বিঁধেছে। এই অবস্থায়, অনেকেই বলছেন, মুখতার আব্বাস নকভিকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করে চমক দিতে পারে বিজেপি।
নকভিকে এবার রাজ্যসভা, তার পরে লোকসভার উপনির্বাচনেও টিকিট দেয়নি বিজেপি। ফলে আগামী বাদল অধিবেশনে সংসদের উভয় কক্ষে বিজেপির পক্ষে কোনও সংখ্যালঘু মুসলিম সাংসদকে দেখা যাবে না।
তবে কেউ কেউ বলছেন, সম্ভবত উপরাষ্ট্রপতির মতো কোনও সাংবিধানিক পদেই নকভিকে বসানোর কথা ভাবা হচ্ছে। সেই কারণে তাঁকে রাজ্যসভা কিংবা উত্তরপ্রদেশে আসন্ন লোকসভার উপনির্বাচনে টিকিট দেয়নি দল। কিন্তু সেটা আদৌ হবে কিনা এখনই জানা যাচ্ছে না।
রাজনীতিকদের কেউ কেউ বলছেন, মোদী সরকারের আমলে সংখ্যালঘুদের উপর অত্যাচার, বঞ্চনার যে অভিযোগ উঠেছে, তা অনেকটাই মোকাবিলা করা যাবে সংখ্যালঘু কোনও প্রার্থীকে উপরাষ্ট্রপতি নির্বাচিত করা গেলে। এতে বিশ্বের কাছে ইতিবাচক বার্তা দিতেও সক্ষম হবে ভারত। যদিও এ নিয়ে এখনই স্পষ্ট কিছু জানাতে চাননি বিজেপি নেতৃত্ব। মিডিয়াকে দলের বক্তব্য, ‘‘নকভি কেন্দ্রীয় মন্ত্রীই কেবল নন, দলের গুরুত্বপূর্ণ সংখ্যালঘু মুখ। দলের নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে।’’
তবে উপরাষ্ট্রপতি হোক কিংবা অন্য কিছু, বিজেপিতে লোকসভা ও রাজ্য সভায় মুসলিম মুখ আর থাকছে না।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও