নিজস্ব সংবাদদাতা,টিএইচজি বাংলা:
মানবিক পরিবেশকে উন্নত করার আহ্বান জানিয়ে বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির করলো ওয়েলফেয়ার পার্টি। মালদার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লক কমিটির পক্ষ থেকে সোনাকোল হাই মাদ্রাসা প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পরিবেশ দিবসের দিন দলটির এমন কর্মসূচি দেখতে স্থানীয় মানুষ ভিড় করে।
‘এগিয়ে আসুন রক্তদানে, ফুটুক হাসি রোগীর প্রাণে’, এই শিরোনামে বেশ কয়েক সপ্তাহ ধরে প্রচার চালায় ওয়েলফেয়ার পার্টি। বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করার পাশাপাশি রক্তদান শিবির হয়। দলটির রাজ্য সম্পাদক মুহা:শাহজাহান আলী দলীয় পতাকা উত্তোলন করেন। তিনি জানান,”আজ বিশ্ব পরিবেশ দিবসে যেমন প্রাকৃতিক পরিবেশকে উন্নত করার জন্য প্রচেষ্টা চালাতে হবে, ঠিক তেমনি মানবিক পরিবেশকে উন্নত করার জন্য সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। রক্তের ঘাটতি মেটাতে যেমন আজকের এই রক্তদান শিবির, তেমনি মানবিক সুসম্পর্ককে সুদৃঢ় করার বার্তা দেওয়া হচ্ছে আজকের রক্তদান শিবির থেকে।”
রক্ত দানের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন চাঁচল ব্লাড ব্যাংকের প্রতিনিধি সামিরুল হক সাহেব, জেলা সম্পাদক জানিউল ইসলাম,ব্লক সভাপতি মুহা: ইসমাঈল প্রমুখ।