বিজেপি কাকে বোকা বানাচ্ছে? নবী (স:)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে আক্রমণ মহুয়া মৈত্রের

 

টিএইচজি ডেস্ক:
বিজেপি কাকে বোকা বানাচ্ছে? নবী (স:)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রকে এই ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। নবী (স:)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে দল থেকে বহিষ্কৃত হয়েছেন বিজেপির মুখপাত্র নূপূর শর্মা। এই অবস্থায় কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে টুইট করলেন সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রর মন্তব্য, ‘বিজেপি কাকে বোকা বানাচ্ছে? এর আগে এই মুখপাত্রই ২০০২ সালের গুরৃজরাট দাঙ্গার ছবিকে পশ্চিমবঙ্গের দাঙ্গা বলে ছবি পোস্ট করেছিলেন ২০১৭ সালে। এর জেরে কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামবা রুজু করেছিল। তিনি ধারাবাবিক ভাবে ঘৃণী ছড়ান এবং তা তাঁর দল সমর্থন করে। তবে বর্তমানে মধ্যপ্রাচ্যের থেকে আসা চাপ বিদেশ মন্ত্রকের জন্য খুব বেশি বলে প্রমাণিত হচ্ছে।’

রবিবার নুপূরকে সাসপেন্ড করে বিজেপি। অপর বিজেপি মুখপাত্র নবীনকুমার জিন্দলকেও বহিষ্কার করে দলটি। এই প্রেক্ষিতে নুপূর ক্ষমা চেয়ে নিয়েছেন। নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন নুপূর। তবুও বিতর্ক পিছু ছাড়ছে না বিজেপির।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও