নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পরে সব মুখপাত্রের মুখে লাগাম বিজেপির, নীরব মোদি,সরব বিরোধীরাও

টিএইচজি ডেস্ক:

নবী মোহাম্মদ (স:) কে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পরে সব মুখপাত্রের মুখে লাগাম পরিয়েছে বিজেপি। এ বিষয়ে কোনও মন্তব্য করতে পারবেন না তারা। ঘরে বাইরে সমালোচনা হলেও নীরব রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী নেতারা।
এ বিষয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর মন্তব্য, ‘‘ঘরে ভাঙন ধরায় বর্হিবিশ্বের কাছেও দুর্বল হয়ে পড়েছে ভারত। বিজেপির লজ্জাজনক ধর্মান্ধতা আমাদের ভিতর থেকে দুর্বল করার সঙ্গে বর্হিবিশ্বেও ভাবমূর্তিকে ক্ষতি করেছে।’’ তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য, ‘‘আমার কোনও সন্দেহ নেই, একে (নূপুর) ভবিষ্যতে আবার নতুন করে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসা হবে।’’

একদা অটলবিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রী তথা বর্তমান তৃণমূল কংগ্রেস সাংসদ যশবন্ত সিন্‌হার মন্তব্য, ‘‘দলের মুখপাত্রদের করা মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত কোথায়? না কি প্রধানমন্ত্রী গোপনে তাঁদের সমর্থন করছেন!’’
কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার বলেন, ‘‘বিজেপি এত দিন মন্দির-মসজিদ করেছে। শ্মশান-কবরস্থান, ৮০-২০ করেছে। তখন বারণ করা হয়নি। এখন ধামাচাপা দেওয়ার জন্য মুখপাত্রদের বলি দিয়ে দলের শীর্ষ নেতৃত্ব দায় ঝাড়ছেন।’’
অনেকে বলছেন, বিজেপি চাইছে সময়ের সঙ্গে বিষয়টিতে প্রলেপ দিতে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও