নাইজেরিয়ায় গির্জায় হামলায় নিহত ৫০, নিন্দা জামায়াতে ইসলামী হিন্দের

 

টিএইচজি ডেস্ক:
নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীর হামলার ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে অনেক শিশু রয়েছে। গত রবিবার দেশটির ওন্দো রাজ্যের একটি ক্যাথলিক গির্জায় উপাসকেরা জড়ো হওয়ার পরপরই উগ্রপন্থী বন্দুকবাজরা হামলা চালায়

মৃত মানুষের সংখ্যা ঠিক কত, তা আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেনি কর্তৃপক্ষ। তবে উয়ো শহরের জনপ্রতিনিধি আদেলেগবে তিমিলেয়িন বলেছেন, হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। উয়োর হাসপাতালের এক চিকিৎসকও বলেছেন, শহরের ফেডারেল মেডিকেল সেন্টার ও সেন্ট লুই ক্যাথলিক হাসপাতালে কমপক্ষে ৫০টি মরদেহ পাঠানো হয়েছে।
ওন্দোর গবর্নর রোতিমি আকেরেদোলু বলেন, ‘আমাদের হৃদয় ভারাক্রান্ত। জনগণের শত্রুরা আমাদের শান্তি-প্রশান্তির ওপর আঘাত হেনেছে।’ এক বিবৃতিতে আকেরেদোলু আরও বলেন, ‘দুর্বৃত্তদের খুঁজে বের করতে এবং তাদের সাজা নিশ্চিত করতে আমরা সাধ্যমতো সব সক্ষমতা ব্যবহার করব।’
এদিকে নাইজেরিয়ায় গির্জায় হামলার নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী হিন্দ। এক বিবৃতিতে সংগঠন বলেছে, জামাত-ই-ইসলামী হিন্দ নাইজেরিয়ার একটি গির্জায় হামলার নিন্দা করছে। আমরা নাইজেরিয়া সরকারের কাছে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানাই। আমরা নিহত ও আহতদের আত্মীয়-স্বজনদের সঙ্গে সহমর্মিতা জানাই।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও