গোয়া থেকে গ্রেফতার ইউটিউবার রোদ্দূর রায়

 

টিএইচজি বাংলা ডেস্ক:

তাকে নিয়ে বারবার বিতর্ক হয়েছে। সম্প্রতি একটি মন্তব্য নিয়ে গোয়া থেকে গ্রেফতার করা হল ইউটিউবার রোদ্দূর রায়কে। মঙ্গলবার কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, এর পর ট্রানজিট রিমান্ডে গোয়ায় তোলা হবে। তার পর তাঁকে নিয়ে আসা হবে কলকাতায়।

জানা গেছে, বেশ কিছু দিন আগে রোদ্দুর রায় নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেছিলেন রোদ্দুর রায়। তারপরই হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের হয়।
এর আগেও বিতর্কে জড়িয়েছেন রোদ্দুর রায়। বছর কয়েক আগে রবীন্দ্রসঙ্গীত বিকৃত করে গাওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও