নিজস্ব সংবাদদাতা, টিএইচজি বাংলা, কলকাতা:
নূপুর শর্মা নবী সাহেবের বিরুদ্ধে কথা বলে হিন্দু ধর্মকেই অপমান করেছে বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। দেশ বিদেশে বিজেপি মুখপাত্রের মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় বইছে। এর মধ্যেই অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য,”নবী হজরত মহম্মদ বিশ্ব নবী, ইসলাম ধর্মের বার্তাবাহক, তাঁকে অপমান করে হিন্দুধর্মের মহানতা বাড়বে না। কারণ হিন্দুরা বিশ্বাস করে এই পৃথিবীর সব ধর্ম সত্য। বিজেপি মুখপাত্র নূপুর শর্মা নবী সাহেবের বিরুদ্ধে কথা বলে হিন্দু ধর্মকেই অপমান করেছে। বিজেপি নামক ‘ভন্ড হিন্দু’ হতে সাবধান।”
অধীরের মতে,’রাম আর রহিম, রহিম আর রাম সব সমান, সব সমান।’