প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ

 

টিএইচজি বাংলা ডেস্ক:

এসএসসির পর প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, এই মামলায় চন্দন মণ্ডল নামে এক ব্যক্তির নাম উঠে আসছে, যিনি টাকা নিয়ে বেআইনি ভাবে চাকরি দিয়েছে বলে অভিযোগ। ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার ছাড়পত্রও সিবিআইকে দিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি এই মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাসকেও তদন্তে সহযোগিতা করতে বলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতির নির্দেশ, আগামী ১৫ জুন মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিতে হবে সিবিআই-কে।

উল্লেখ্য, ২০১৪ প্রাইমারি টেট পাস না করেও অনেকে চাকরি পেয়েছেন, এমন অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন সৌমেন নন্দী। হাইকোর্টের আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য শোনার পরে জরুরি মামলার অনুমতি দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। বুধবার সেই মামলার শুনানির সময় সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও