নিজস্ব সংবাদদাতা, টিএইচজি বাংলা, ক্যানিং:
হজরত মহম্মদ (সঃ)-কে নিয়ে বিজেপির সর্বভারতীয় মুখপত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং হাটপুকুরিয়া বাজারে বুধবার এক বিক্ষোভ সভা হয়। সেখানে সংগঠনটির সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান বলেন, মোদি সরকারের সাম্প্রদায়িক মনোভাব ও হজরত মহম্মদ (সঃ)-কে নিয়ে দলের পাত্রের কুরুচিপূর্ণ মন্তব্যে বিদেশের মাটিতে দেশের সন্মান নষ্ট হচ্ছে। অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরবতা ভেঙে এবিষয়ে বিবৃতি দিন ও নুপুর শর্মাকে গ্রেফতার করুক।
নুপুর শর্মার গ্রেফতারের দাবিতে আগামী ১৪ জুন কোলকাতায় রাজ্যের বিভিন্ন গণ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সভা করা হবে বলেও এদিন জানান মহঃ কামরুজ্জামান।
এদিন বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওঃ আনোয়ার হোসেন কাসেমী, আইনজীবী মোফাক্কেরুল ইসলাম, শিক্ষক আলি আকবর, গোলাম রহমান সহ ব্লক জেলা ও রাজ্য স্তরের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের ক্যানিং ১ ব্লক সম্পাদক নাসির উদ্দিন ঘরামী।