টিএইচজি বাংলা, কলকাতা:
হজরত মুহাম্মদ(স.)-এর অবমাননাকারীদের গ্রেফতারের দাবী জানালেন বিভিন্ন ধর্মের নেতারা। বুধবার কলকাতা প্রেস ক্লাবে ধার্মিক জনমোর্চার পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন হয়। সেখানে বিজেপির দুই মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দালের কুটুক্তির তীব্র নিন্দা জানান বিভিন্ন ধর্মগুরুরা। সাংবাদিক সম্মেলনের আহ্বায়ক সাদাব মাসুম বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হল আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি। হজরত মুহাম্মদ(স.) কে সমস্ত ধর্মের মানুষই শ্রদ্ধার চোখে দেখে। কিন্তু গত কয়েকদিন ধরে নবী(স.) সম্পর্কে মিথ্যাচার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বিজেপি। সাংবাদিক বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা নুপুর শর্মা ও নবীন জিন্দালের বিদ্বেষপূর্ণ বক্তব্যের বিরোধিতা করে বলেন যে, বিজেপি বিশ্বের দরবারে দেশকে কলঙ্কিত করেছে। অবিলম্বে দুজনকে গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি দিতে হবে।
এই সাংবাদিক সম্মেলন থেকে দাবি উঠে, যে কোন ধর্মের সম্মানীয় ব্যক্তিত্বদের অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী পরমানন্দ গিরি মহারাজ, জামাআতে ইসলামী হিন্দের সাবেক আমীরে হালকা রহমত আলী খাঁন সাহেব, খ্রিস্টান ধর্মগুরু বিশপ অলোক মুখার্জি, শিখ ধর্মগুরু সরল সিং বচন, বৌদ্ধধর্মগুরু ড: অরুণ জোতি ভিক্ষু, কলকাতা খেলাফত কমিটির নাসির আহমেদ সাহেব, ধার্মিক জনমোর্চার আহ্বায়ক সাদাব মাসুম সাহেব প্রমুখ।