নিজস্ব সংবাদদাতা,টিএইচজি বাংলা:
এই প্রথম মিশনের ছেলেরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আর তাতেই নজর কাড়া সাফল্য পেয়েছে মালদা জেলার গাজোল ব্লকের পীস অ্যাকাডেমি।
মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানটি গ্রামীন এলাকায় অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পরিবেশ। মিশনের প্রথম স্থানাধিকারী ছাত্র আরিফ সেখ ৬৫৭ পেয়েছে। আরিফের বাবা সাহাবুদ্দিন সেখ পেশায় সাধারণ ছুতোর মিস্ত্রি। দরিদ্র পরিবার হলেও বাড়ির সকলে পড়াশুনার সঙ্গে যুক্ত। আরিফ আইআইটিতে ভর্তি হতে চায় আর তার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করছে।
মিশনের দ্বিতীয় স্থানাধিকারী নাজিবুল ইসলামের প্রাপ্ত নম্বর ৬৫৩ । সে অস্বচ্ছল পরিবারের সন্তান। বাবা রাকিব সেখ পেশায় দিনমজুর।
মোঃ রেহান আফরোজ সরকার মিশনে তৃতীয় স্থান অধিকার করেছে , তার মোট নম্বর ৬৫১ । সে কালিয়াগঞ্জের প্রত্যন্ত গ্রামীন দরিদ্র পরিবারের সন্তান।
পীস অ্যাকাডেমির এবছর প্রথম ব্যাচে মোট পরীক্ষার্থী ৪০ জন । তার মধ্যে ৯০ শতাংশের উপরে নম্বর পেয়েছে ১০ জন , ৮০ শতাংশের উপরে পেয়েছে ৩২ জন । মিশনের সর্বোচ্চ প্রাপ্ত নম্বর এর শতাংশ হল ৯৩.৮৫।
পীস অ্যাকাডেমির কর্ণধার তথা মালদা জেলার বিশিষ্ট চিকিৎসক এবং রহমান ফাউন্ডেশন ট্রাস্ট এর সম্পাদক ডা: এম রহমান সাহেবের ইচ্ছা, ছাত্রদের শিক্ষা ও নৈতিকতা দুটোয় যেন সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।