টিএইচজি ডেস্ক:
কলকাতা হাইকোর্টের নির্দেশে কিছুদিন আগে
২৬৯ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার চাকরি গেছে। কোচবিহারের ৩২ জন রয়েছেন ওই তালিকায়। তার মধ্যে রয়েছেন কোচবিহারের এক তরুণীও। চাকরি থেকে বরখাস্ত হওয়ায় প্রেমিক এখন বিয়ে করতে রাজি হচ্ছেন না বলে প্রেমিকার অভিযোগ। কোচবিহারের মাথাভাঙার নিশিগঞ্জের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেমিকা প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসেছেন। তবে পেশায় নিশিগঞ্জ কলেজের অতিথি শিক্ষক প্রণব গণমাধ্যমকে জানান, ‘‘ঘটকের মাধ্যমে ওঁর সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ চলছিল। আমাদের বিয়ে এখনও ঠিক হয়নি। আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।’’