যতই যাই করুক, আমরা চোখের জল ফেলব না’, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হলেও আন্দোলনে অবিচল আফরিন

টিএইচজি:
১২ জুন ওয়েলফেয়ার পার্টির নেতা মুহাম্মদ জাভেদ আহমেদের বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে যোগী প্রশাসন। বিষয়টি নিয়ে দেশজুড়ে প্রতিবাদ চলছে। জাভেদের কন্যা আফরিন ফাতেমা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘সব সময় মুসলিমদেরই নিশানা করা হচ্ছে। মুসলিমদের বিরুদ্ধে অমানবিক পদক্ষেপ করে ওঁরা মজা পান। কিন্তু ওঁদের এই আনন্দ পেতে দেব না আমরা। যতই যাই করুক, আমরা চোখের জল ফেলব না।’’
ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার নেতা জাভেদ আহমেদ এখন জেলে। মেয়ে আফরিন ফাতেমা দলটির ছাত্র যুব সংগঠন ফ্রাটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার নেত্রী। তিনি বলেন, ‘‘আমার ছোট বোন ওই বাড়িতেই জন্মেছিল। ওর জন্মের সময় তৈরি করা হয়েছিল বাড়িটা। আমাদের অনেক স্মৃতি জড়িয়ে ওই বাড়িটার সঙ্গে।’’
আফরিন আরও জানান,‘‘বাড়িতে অন্তত ৫০০ টব ছিল। সব নষ্ট হয়ে গিয়েছে। আমি চাই ওই গাছগুলো ওঁদের অভিশাপ দিক। ওতেই আমি শান্তি পাব।’’
তাঁর আরও মন্তব্য, ‘‘কোনও কারণ ছাড়াই মুসলিমদের নিশানা করা হচ্ছে। মুসলিমদের কিছু করতেও হয় না। আমি নিশ্চিত, কোনও বিক্ষোভ না হলেও বাবার ঘাড়েই দোষ চাপানো হত।’’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও