টিএইচজি:
দেশজোড়া আন্দোলনের মাঝে অগ্নিপথ নিয়ে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অগ্নিপথ আসলে বিজেপির ক্যাডার তৈরির প্রকল্প। এরাই ভোট লুট করতে সাহায্য করবে। পার্টি অফিসে পাহারা দেবে। বিজেপি আসলে গুন্ডা তৈরি করতেই চার বছরের এই ললিপপ দিয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘কেন্দ্র তরুণদের স্থায়ী চাকরি দিলে আলাদা কথা। কিন্তু অগ্নিপথ আসলে চার বছরের ললিপপ।’’ মমতার প্রশ্ন, ‘‘চার বছর পর তো এদের কাছে আগ্নেয়াস্ত্রের অনুমোদন থাকবে। তার পর এরা কী করবে? বিজেপি কি তা হলে গুন্ডা বানাচ্ছে!’’
তিনি বলেন, কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি তাদের নিজেদের ক্যাডার তৈরি করতে চাইছে।’’
প্রসঙ্গত, রবিবারই বিজেপি নেতা কৈলাসবর্গীয় বলেছিলেন, ‘‘আমাকে যদি বিজেপির অফিসে নিরাপত্তারক্ষী রাখতে হয়, তবে আমি অগ্নিবীরদের অগ্রাধিকার দেব।’’ অগ্নিবীরদের নিয়ে মমতার আশঙ্কা সম্ভবত সেই মন্তব্যেরই প্রতিফলন বলে অনেকে মনে করছেন।