টিএইচজি, কলকাতা: নবী অবমাননার বিরুদ্ধে দেশ বিদেশে প্রতিবাদ হচ্ছে।
বিজেপির বরখাস্ত মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দালের গ্রেফতারের দাবি উঠেছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের বিধানসভার অধিবেশনে নূপুর শর্মা ও নবীন জিন্দালের মন্তব্য নিয়ে নিন্দা প্রস্তাব আনে রাজ্য সরকার।
সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব পেশ করেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
সংবাদসংস্থা সূত্রে খবর, এদিন বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী জানান, “আমার রাজ্যে সাড়ে তিন কোটি মুসলিম রয়েছেন। হাওড়া, রেজিনগর ও নদিয়ায়, শুধু এই তিনটি জায়গায় গন্ডগোল হয়েছে। তবে এটিও হওয়া উচিত হয়নি। আমি এদের অ্যারেস্ট করেছি। ওখানে এখনও অ্যারেস্ট করা হল না কেন?”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “কিছু নেতাদের বক্তব্যকে একেবারেই সমর্থন করি না। লোকসভা নির্বাচনের আগে কিছু সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানোর জন্য এগুলি একটি বৃহত্তর নকশার অংশ ছিল।” এইসময় বিরোধী দল বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে বিধানসভা থেকে ওয়াকআউট করে।