ঘোষিত হল রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থীর নাম। প্রার্থী হচ্ছেন দ্রৌপদী মুর্মু। তিনি ওড়িশার প্রাক্তন বিজেপি নেত্রী এবং নরেন্দ্র মোদী সরকারের আমলে ঝাড়খণ্ডের রাজ্যপাল পদেও ছিলেন।
মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নড্ডা তফসিলি জনজাতি সম্প্রদায়ের নেত্রী দৌপদীর নাম ঘোষণা করেন। এ বারের রাষ্ট্রপতি ভোটের অঙ্ক বলছে, দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হতে চলেছেন আদিবাসী নেত্রী দ্রৌপদী।
অন্যদিকে দিল্লিতে এনসিপি প্রধান শরদ পওয়ারের বাড়িতে অটলবিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রীকে মঙ্গলবার ১৮টি দলের নেতারা বিরোধী জোটের সর্বসম্মত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
বৈঠকের পর শরদ পওয়ার, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গে, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি সহ বিরোধী নেতারা সাংবাদিক সম্মেলনে সেই সিদ্ধান্ত ঘোষণা করেন। বৈঠকে তৃণমূলের প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।