শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পর রবিবার সকাল থেকে যান চাল শুরু হয়েছে। আর যান চলাচলের প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটল। বাংলাদেশের মিডিয়া বলছে, সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। রবিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। মৃতদের নাম মোঃ আলমগীর হোসেন (২২) ও মো: ফজলু (২১)।
এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ।