টিএইচজি বাংলা:
মঙ্গলবার ইটাহার ব্লকে ১৮ টি হেল্থ সাব-সেন্টার ভবনের উদ্বোধন করা হয়। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আর্থিক তহবিলে এই কাজ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহারের তৃণমূল কংগ্রেস বিধায়ক মোশারফ হোসেন, ব্লক স্বাস্থ দপ্তরের আধিকারিক মনু গোড়া এক্কা, পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ, ইটাহার থানার আইসি মানবেন্দ্র নাথ সাহা, ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি রৃনা সরকার, পঞ্চায়েত প্রধান পূজা দাস, কার্তিক দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা। এদিন বিধায়ক মোশারফ হোসেন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষকে পৌঁছে দিতে রাজ্য জুড়ে যে উন্নয়ন মূলক কাজ চলছে তারি অঙ্গ হিসেবে আজকের হেল্থ সাব-সেন্টার ভবনের উৎবোধন করা হলো।