রাজস্থানের উদয়পুর-হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, ‘উদয়পুরে যা ঘটেছে তার তীব্র বিরোধিতা করছি।’ মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘হিংসা এবং চরমপন্থা কখনই গ্রহণযোগ্য নয়, তা যে কারণেই ঘটুক না কেন।’ প্রত্যেককে শান্তি বজায় রাখার আবেদন করেছেন তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার উদয়পুরের এক বাজারে দোকানের মধ্যেই গলা কেটে খুন করা হয় ওই দোকানের মালিককে। শুধু তাই নয়, এরপর সেই খুনের ঘটনার ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল সাইটে! অন্য দিকে, উদয়পুরের ঘটনা নিয়ে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।