গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ২৮৫ জন।
সোমবার বিকেলে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৭৪ জনের। মারা যাওয়াদের মধ্যে পুরষ ৯ জন ও নারী তিনজন করে। এ পর্যন্ত মারা যাওয়া পুরুষদের সংখ্যা ১৮ হাজার ৬২৩ জন আর নারীদের সংখ্যা ১০ হাজার ৫৫১ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন ঢাকা বিভাগের ৯ জন, চট্টগ্রাম বিভাগের একজন, খুলনা বিভাগের একজন ও ময়মনসিংহ বিভাগের একজন। তাদের মধ্যে ১১ জন সরকারি হাসপাতালে ও একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন। এই সময়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন। ইন্টারনেট