দাম যেন কমার উপায় নেই! ফের বাড়লো রান্নার গ্যাসের দাম। বুধবার ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। জানা গেছে, দিল্লিতে এখন রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া যাবে ১০৫৩ টাকা দরে। কলকাতায় ওই সিলিন্ডারের দাম ১০৭৯ টাকা। উল্লেখ্য, গত দু’মাসে তিন বার বাড়ল রান্নার গ্যাসের দাম। এর আগে ৭ মে ৫০ টাকা রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। তার পর ১৯ মে আবারও দাম বাড়ানো হয়েছিল। বুধবার রান্নার গ্যাসের ১৪.২ কোজি ওজনের সিলিন্ডারের পাশাপাশি দাম বাড়ানো হয়েছে পাঁচ কেজির ছোট সিলিন্ডারেরও। সিলিন্ডার পিছু ১৮ টাকা করে বাড়ানো হয়েছে। এদিকে রান্নার গ্যাসের দাম বাড়ায় হেঁসেলে আগুন লাগছে মধ্যবিত্ত শ্রেণীর।