কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন মুখতার আব্বাস নকভি। তার পরেই জল্পনা বেড়েছে, এ বার কি তাহলে বিজেপির উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হবেন আব্বাস? বুধবার সকালেই নকভি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন। তখনই প্রধানমন্ত্রীর হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন সংখ্যালঘু দপ্তরের এই মন্ত্রী।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশের দাবি, নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে কোণঠাসা বিজেপি নকভির মতো সংখ্যালঘু মুখকে উপরাষ্ট্রপতি পদে তুলে ধরতে পারে। কিন্তু আদৌ মুখতার আব্বাস নকভি প্রার্থী হবেন নাকি অন্য কেউ, তা সময়ই বলবে।