তাঁকে নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে কালী-বিতর্কে টুইটারে নিজের দলকে ‘আনফলো’ করেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তৃণমূলের টুইটার হ্যান্ডল ‘আনফলো’ করলেও তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার ‘ফলো’ করছেন। সেই সঙ্গেই তাঁর মন্তব্য, ‘‘সঠিক জায়গাতেই পুরো বিষয়টির সমাধান হবে।’’
উল্লেখ্য, ভারতীয় পরিচালক লীনা মানিমেকালাইয়ের তথ্যচিত্রের একটি পোস্টারে দেবী কালী রূপে এক মহিলাকে ধূমপান করতে দেখা গিয়েছে। যা নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বাঁধে। সোমবার কলকাতায় একটি টিভি অনুষ্ঠানে দেবী কালীকে নিয়ে ওই ছবির পোস্টার সংক্রান্ত প্রশ্নের প্রেক্ষিতেই একটি ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। এরপরেই সোস্যাল মিডিয়ায় ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের’ তরফে একটি টুইট করে জানিয়ে দেওয়া হয়েছিল, ‘কালী প্রসঙ্গে মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন, তার দায় কোনও ভাবেই নিচ্ছে না তৃণমূল।’ তৃণমূল কংগ্রেসের এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ‘সর্বভারতীয় তৃণমূলের’ ওই টুইটার হ্যান্ডলটিকে অনুসরণ করা বন্ধ করে দেন মহুয়া মৈত্র। যদিও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করছেন।
এনডিটিভি-কে সাক্ষাৎকারে মহুয়া বলেছেন,‘‘বিজেপি বাংলার যে কোনও থানায় অভিযোগ দায়ের করুক আমার বিরুদ্ধে। সেই থানার পাঁচ কিলোমিটারের মধ্যে একটি কালী মন্দির পাওয়া যাবে। তারা জানুক সেখানে কী দিয়ে দেবীকে পুজো করা হয়।’’