অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। নিখোঁজ অন্তত ৪০।
দ্রুত উদ্ধারের জন্য ছ’টি দল নামিয়েছে ভারতীয় সেনা। সেই সঙ্গে নামানো হয়েছে হেলিকপ্টার। মহামারী করোনার জন্য গত দু’ বছর বন্ধ ছিল অমরনাথ যাত্রা। এবছর ৩০ জুন থেকে শুরু হয়েছিল অমরনাথ যাত্রা। জানা গেছে, এখন পর্যন্ত ৭২ হাজার পুণ্যার্থী দর্শন করেছেন।
এদিকে কেন্দ্রীয় বাহিনী এবং জম্মু ও কাশ্মীর প্রশাসনকে দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি নিহত ও আহতদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, ‘অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি উদ্বেগজনক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। লেফটেনান্ট গভর্নর মনোজ সিনহাজির সঙ্গে কথা বলেছি। গোটা পরিস্থিতির খবর নিয়েছি। উদ্ধারকাজ চলছে। সমস্ত রকম সহায়তা করা হচ্ছে।’