অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে। দক্ষিণ পাকিস্তানের বেলুচিস্তানে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। এখানে এখন পর্যন্ত বন্যায় অন্তত ৬২ জন প্রাণ হারিয়েছেন। তাছাড়া করাচি শহরের বেশিরভাগ এলাকা এখনো জলের নিচে তলিয়ে রয়েছে।
সোমবার দেশটির প্রভাবশালী দুই সংবাদমাধ্যম জিও নিউজ ও ডেইলি জংয়ের পৃথক দু’টি প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়।
পিটিএমের রিপোর্টের বরাত দিয়ে জিও নিউজ জানায়, বন্যায় সৃষ্ট নানা দুর্ঘটনায় তারা প্রাণ হারান। একই সময়ের মধ্যে অন্তত ৪৮ জন গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। মারা যাওয়া ৬২ জনের ১৭ জন পুরুষ, ২৩ জন নারী ও ২২ জন শিশু।
পিটিএমের রিপোর্টে বলা হয়, অতিবৃষ্টির বন্যায় এ পর্যন্ত বেলুচিস্তানে ২১৮টি ঘর ধ্বংস হয়েছে, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৭২টি। একইসাথে ৬টি পুল ও ২টি বাঁধও ক্ষতির সম্মুখীন। আর গবাদি পশু মারা গেছে অন্তত ৪৩৬টি।
সূত্র: জিও নিউজ ও ডেইলি জং