কুরআনের হাফেজ হলেই মিলবে দেশের সেরা প্রতিষ্ঠান থেকে ডাক্তারি, ইউপিএসসি কোচিং নেবার যাবতীয় খরচ

নিজস্ব সংবাদদাতা, টিএইচজি বাংলা, কলকাতা:কুরআনের হাফেজ হাফিজাদের জন্য অসাধারণ সুযোগ নিয়ে এলো দেশের সেরা চাকরির কোচিং সেন্টার শাহীন গ্রুপ। যে সমস্ত হাফেজ হাফিজা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়তে চান তাদের মাসিক স্কলারশিপ দেবে শাহীন গ্রুপ। এছাড়া নিট, জে এবং ইউপিএসসি(NEET/JEE/UPSC) পরীক্ষার বিনামূল্যে কোচিং দেবে।

আগ্রহীরা নিচের লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারেন।
https://shaheengroup.org/quran-plus-registration/

শাহীন গ্রুপ চাইছে কুরআনের হাফেজ হাফিজাদের উচ্চ শিক্ষায় এগিয়ে নিয়ে যেতে।
কলকাতা, পাটনা, লখনউ এবং দিল্লিতে
২১ থেকে ২৫ জুলাই পর্যন্ত সাক্ষাৎকার নেবে।
কলকাতায় ইন্টারভিউ হবে  22 জুলাই 2022

স্থান: HASHIMIA’S SHAHEEN ACADEMY, PO: Haroa, North 24 Parganas, Kolkata

বিস্তারিত জানার জন্য এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন: 8970973758
নিচের ওয়েবসাইটেও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন।
www.shaheengroup.org

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও