ব্যাঙ্কশাল আদালত থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হল মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। হুইল চেয়ার বসে হাসপাতালে পৌঁছলেন মন্ত্রী। সেখানে তাঁর ডাক্তারি পরীক্ষা হবে। প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা রাজ্যের বর্তমান মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সোমবার পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।