শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডের প্রতিবাদে শহরের তিন গুরুত্বপূর্ন পয়েন্ট থেকে তিনটে মিছিলের ডাক দেয় বাম সংগঠণ গুলি। বুধবার এই মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাম নেতৃত্ব। এদিন পার্ক সার্কাস, শিয়ালদহ স্টেশন থেকে এবং হাওড়া স্টেশন থেকে মিছিল বের হয়ে গান্ধীর মূর্তির পাদদেশে এসে থামে। সেখানে ৫০১ দিন ধরে অবস্থান বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন বাম নেতৃত্ব। মিছিলের ব্যানারে লেখা ছিল, ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’।
পার্ক সার্কাসের মিছিলে অংশ নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রশ্ন তোলেন, ‘‘এক জনকে ধরে কী হবে? গোটা দলটাই তো দুর্নীতিগ্রস্ত। সবাইকেই ধরতে হবে।’’ তিনি আরও বলেন,‘‘বিজেপির সঙ্গে দিল্লিতে সব সেটিং করা আছে। এই রাজ্য সাধারণ মানুষের। বিজেপিরও নয়, তৃণমূলেরও নয়।’’