মুখ্যমন্ত্রীর জেলা ভাঙের ঘোষণার পরেই আন্দোলন বাড়ছে, তাই মুর্শিদাবাদ নাম রেখেই জেলা ভাগ হোক,এমনটা চাইছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরাও। জেলার বিভিন্ন বুদ্ধিজীবী, নাগরিক সমাজের মানুষও চাইছেন, মুর্শিদাবাদ নামের ঐতিহ্য ও ইতিহাসকে রক্ষা করেই জেলা পুনর্গঠন হোক।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কাজের জন্য মুর্শিদাবাদ জেলাকে ভেঙে বহরমপুর, কান্দি ও জঙ্গিপুর জেলা করার ঘোষণা দেন। এই ঘোষণার পরেই ক্ষোভ বেড়েছে জেলা জুড়ে। বিবৃতি দিয়েছেন ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকী, নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমী সহ বিভিন্ন মুসলিম ব্যক্তিত্ব। এদিকে জেলাতেও আন্দোলন বাড়ছে। তাই মুর্শিদাবাদ নাম রেখেই জেলা ভাগ হোক, এমনটা চাইছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরাও। কংগ্রেস, সিপিআইএম,ওয়েলফেয়ার পার্টি ছাড়াও জেলার একাধিক সংগঠন মুর্শিদাবাদ নাম রাখার দাবিতে আন্দোলন করছে। আন্দোলনকারীদের দাবি, জেলা যদি ভাগ করতেই হয় তাহলে উত্তর মুর্শিদাবাদ, দক্ষিণ মুর্শিদাবাদ, পশ্চিম মুর্শিদাবাদ- এইভাবে নামকরণ হোক।
ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকী এক ভিডিও বার্তায় বলেন, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছি,মুর্শিদাবাদ নামটি যেন পরিবর্তন না করা হয়।
এদিকে কলকাতার নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে লেখেন, মুখ্যমন্ত্রীর জেলাকে তিন ভাগে বিভক্ত করাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু মুর্শিদাবাদ নাম কে পরিবর্তন করে জঙ্গিপুর এবং কান্দি করা জেলার সাধারণ মানুষ কোন মতেই মেনে নেয়নি। তিনি ওই চিঠিতে উল্লেখ করেন, এর আগেও কিছু জেলা যেমন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা ,দক্ষিণ চব্বিশ পরগনা নামকরণ করা হয়েছে। তেমনি মুর্শিদাবাদ এর নাম অক্ষুন্ন রেখে পশ্চিম মুর্শিদাবাদ এবং পূর্ব মুর্শিদাবাদ রাখতে হবে। এর ফলে জেলার উন্নয়ন যেমন হবে তেমনি ঐতিহাসিক মুর্শিদাবাদ নামটিও অক্ষুন্ন থাকবে।
জামায়াতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গের পক্ষ থেকে এক প্রেস বিবৃতি জারি করে বলা হয়েছে, মুর্শিদাবাদ জেলাকে উত্তর ও দক্ষিণ এই নামে ভাগ করা যেতে পারে। অনুরূপভাবে নদীয়া জেলাকে উত্তর ও দক্ষিণ নদীয়ায় বিভক্ত করা যেতে পারে। রানাঘাট নামকরণ না করাই ভালো হবে। যদি মুর্শিদাবাদ জেলা ভেঙে তিনটে করতেই হয় তাহলে ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মুর্শিদাবাদ এলাকাটি মুর্শিদাবাদ জেলার নামাঙ্কিত মানচিত্রে অন্তর্ভুক্ত হোক।
এদিকে রাজনৈতিক দলগুলিও বসে নেই। সিপিআইএমের রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম , কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ নামকরণ করার দাবি করেছেন। নাম বদল হলে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন। ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, যদি নাম বদল হয় তাহলে মুর্শিদাবাদ থেকে নবান্ন অভিযান করা হবে।
তবে শাসক দলের জেলার দুই সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমান জেলার নাম মুর্শিদাবাদ রাখার আবেদন করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন।