চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে সৌদি আরব সফরে যাবেন। তাকে অভ্যর্থনা জানাতে বিশাল আয়োজনের পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিংপিং ২০২০ সালের পর আনুষ্ঠানিক কোনো বিদেশ সফরে যাননি। ওই বছরের জানুয়ারি থেকে বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেয় এবং লকডাউন আরোপ শুরু হয়।
শি জিংপিংয়ের সম্ভাব্য সৌদি আরব সফর নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন করা হয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে।
তবে মুখপাত্র জানান, এ বিষয়ে জানানোর মতো কোনো তথ্য আপাতত তার কাছে নেই।
এদিকে গার্ডিয়ান জানিয়েছে, জুলাই মাসে যখন জো বাইডেন সৌদি আরবে আসেন তখন তার জন্য খুব বড় কোনো আয়োজন করেনি মধ্যপ্রাচ্যের দেশটি। কিন্তু শি জিংপিংকে বরণ করে নিতে ব্যাপক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার।
সূত্র : দ্য গার্ডিয়ান, দ্য নিউ আরব