তাঁর বিরুদ্ধে আইনজীবীদের একাংশের চিঠি নিয়ে উষ্মা প্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার তাঁর মন্তব্য, ‘‘দুর্নীতি সামনে আনার জন্যই কি আমার বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে? প্রধান বিচারপতিকে দেওয়া চিঠিতে সবটার উল্লেখ নেই! শুধু কিছু বিষয়কে সামনে আনা হয়েছে।’’ পাশাপাশি, বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষের কিছু মন্তব্যেরও জবাব দেন তিনি।
গত সপ্তাহে হাই কোর্ট আইনজীবীদের একাংশ হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে চিঠি (সেই চিঠির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন) লেখেন। সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়। সেই চিঠি প্রসঙ্গে সোমবার বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসুমল্লিককে দেখতে পেয়ে বিচারপতির মন্তব্য করেন, ‘‘আমাকে নিয়ে ব্যস্ত আছেন? আমার বিরুদ্ধে কয়েক জন আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। এতে অবাক হয়েছি! চিঠিতে লেখা হয়েছে একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে কাজ করছি। অথচ ওই চিঠিতে কেউ লিখল না আমার জন্য কত জন দুর্নীতিগ্রস্ত মানুষ জেলে রয়েছেন, গ্রেফতার হয়েছেন।’’ (সৌজন্যে: আনন্দবাজার অনলাইন)