কয়লা পাচার-কাণ্ডে ইডি দফতরে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় আগেই দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক। গত ২৩ জুন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন অভিষেক-পত্নী রুজিরা।
আজ সকাল পৌনে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।