আগামী ১২ই সেপ্টেম্বর সোমবার সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর এর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা গুলির শুনানি করবে সুপ্রিম কোর্ট। এই মামলাগুলি শুনবে প্রধান বিচারপতি ইউ ইউ ললিত এবং বিচারপতি এস রবীন্দ্র ভাট এর ডিভিশন বেঞ্চ। সি এ এ আইনের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদের মাঝে ২০২০ সালের জানুয়ারি মাসে ১৪০টি মামলার নোটিশ ইস্যু করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্ট এই আইনকে স্থগিত করার নির্দেশ দেইনি। সুপ্রিম কোর্ট তখন বলেছিল সাংবিধানিক বেঞ্চ মামলা গুলি শুনবে। সুপ্রিম কোর্ট এই মামলাগুলোর উত্তরে চার সপ্তাহের মধ্যে সরকারের মতামত জানতে চেয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে। কেন্দ্রীয় সরকার তাদের হলফনামায় বলেছিল যে, এই আইন বিশেষ উদ্দেশ্য নিয়ে আনা হয়েছে। এছাড়া এ আইনের তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। প্রসঙ্গত ২০১৯ সালের ১২ই ডিসেম্বর সংসদে পাস হয়েছিল সিএএ। এই আইনে বলা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান ,আফগানিস্তান থেকে যে হিন্দু ,খ্রিস্টান ,জৈন ,বৌদ্ধ ,শিখ, পার্শি শরণার্থী যারাই ভারতে আশ্রয় প্রার্থী হবেন ভারত সরকার তাদেরকে নাগরিকত্ব প্রদান করবে। এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল মুসলমানদের। যে শরণার্থীদের ভারতে নাগরিকত্ব দেওয়া হবে তাদের ২০১৪ সালের ৩১ শে ডিসেম্বর এর আগে ভারতে প্রবেশ করতে হবে। সারাদেশ এমনকি বিশ্বের বিভিন্ন দেশেও এই আইনের তীব্র সমালোচনা করা হয়। কারণ এই প্রথম ভারতীয় নাগরিকত্ব দেওয়ার বিষয়ে ধর্মকে জুড়ে দেওয়া হয় শর্ত হিসাবে। এ বিষয়কে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সৌজন্যে:পুবের কলম