দলনেত্রীকে সম্মান জানিয়ে এ বার দল থেকে ‘বিদায়’ চাইলেন খোদ তৃণমূল বিধায়ক। হাওড়ায় উদয়নারায়ণপুরের বিধায়ক সমীরকুমার পাঁজা সম্প্রতি এমনই ফেসবুক পোস্ট করেছেন। আর সেই পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা। পাশাপাশি দলীয় বিধায়কের এমন পোস্ট অস্বস্তিতে ফেলেছে তৃণমূলকে।
ফেসবুক পোস্টে সমীর লিখেছেন, ‘হ্যাঁ, আমার এই মহান নেত্রীটা আছেন বলেই, আমি আজও তৃণমূল দল ছেড়ে যাইনি। কারণ কত ঝড়ঝাপটা পেরিয়ে, নানান ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকে ৩৮টা বছর মহান এই নেত্রীর সঙ্গে এক দন সৈনিক হিসাবে কাজ করতে করতে, এখন বড়ই বেমানান লাগছে নিজেকে। কারণ আজ অবধি মিথ্যা নাটক করে দলীয় নেতৃত্বের কাছে ভাল সেজে, একটা মেকি লিডার হতে চাই না আমি। আমার মতো অবিভক্ত যুব কংগ্রেসের আমল থকে যারা আছে, তারা আদৌ কোনও গুরুত্ব পাচ্ছে কি বর্তমানে? তাই আর কি, আমার যাওয়ার সময় হল, দাও বিদায়!’
কংগ্রেস ছেড়ে এক সময় তৃণমূলে যোগ দিয়েছিলেন সমীর। ফেসবুক পোস্টে তাঁর নিজের ক্ষোভের কারণ লিখলেও, কার প্রতি এই ক্ষোভ তা নিয়ে কোনও ইঙ্গিত তিনি করেননি। তবে সমীরের এই পোস্টে কিছুটা অস্বস্তিতে পড়ল তৃণমূল। (সৌজন্যে: আনন্দবাজার অনলাইন)