আজ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিনের কর্ণাটক সফরে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কর্ণাটকে এটাই হবে রাষ্ট্রপতির প্রথম সফর। রাষ্ট্রপতি ভবন জানিয়েছে, মুর্মু সোমবার মাইসুরুতে দশেরা উৎসবের উদ্বোধন করবেন। এর পরে, তিনি একই দিনে হুবলিতে হুবলি-ধারওয়াদ মিউনিসিপ্যাল কর্পোরেশন আয়োজিত ‘পৌরা সম্মাননা’ পুরস্কার অনুষ্ঠানে যোগ দেবেন।