ফের নির্বাচনে অংশ নিচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। দেশটির আসন্ন সাধারণ নির্বাচনে নিজ সংসদীয় আসন লাংকাউই থেকে লড়বেন ৯৭ বছরের এই প্রবীণ রাজনীতিক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মাহাথির নিজেই এই ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম ।
মাহাথির বলেন, তার দল থেকে প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে কে অংশ নেবেন সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেননা, এটি তখনই প্রাসঙ্গিক হবে যদি পার্লামেন্ট নির্বাচনে দল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থ হয়। মাহাথির জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তার দল ১২০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। এক সময় যে দলের নেতৃত্ব দিয়েছেন তার বিরুদ্ধে জোট গড়ে নির্বাচনে জয়ী হয়ে ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি ফের প্রধানমন্ত্রী হন। অভ্যন্তরীণ কোন্দলে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার নেতৃত্বাধীন সরকারের পতন হয়। তবে মালয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এখনও দেশটির একজন প্রভাবশালী রাজনীতিক।