১৪১ জনের মৃত্যু, আহত বহু। গুজরাতের মোরবীর সেতু বিপর্যয়-কাণ্ড এ বার গড়াল আদালতেও। বিচারবিভাগীয় তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে।
কোর্টে আবেদন করা হয়েছে, ওই বিপর্যয়ের কারণ অনুসন্ধান করতে যেন একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি যেন আদালতের তত্ত্বাবধানে কাজ করে, এমন আবেদনও করা হয়েছে ওই জনস্বার্থ মামলায়। আগামী ১৪ নভেম্বর সুপ্রিম কোর্ট মামলাটির শুনানি হবে।