একেই বলে জয় করার গল্প। একেই বলে কিছু করার মানসিকতা। মাত্র ৩ ফুট উচ্চতা, শরীর জুড়ে প্রতিবন্ধকতা; সব হেলায় উড়িয়ে নিটে ৯৯.৩১ শতাংশ পেয়েছেন নদিয়ার শান্তিপুর পটেশ্বরী স্ট্রিটের পিয়াসা। জানাগেছে, জন্ম থেকেই হাঁটাচলার ক্ষমতা নেই, ঠিকমতো বসতেও পারেন না। কিন্তু ছোট থেকেই পড়াশোনা তাঁর ধ্যান জ্ঞান। ভয়ঙ্কর প্রতিকূলতা কিন্তু তাঁর অধ্যাবসায় কোনও খামতি ছিল না। আর এই মনের জোরকে হাতিয়ার করেই অসাধ্যসাধন। প্রতিবন্ধকতাকে জয় করে নেট পরীক্ষায় কৃতিত্ব দেখিয়েছেন, নদিয়ার শান্তিপুরের বাসিন্দা পিয়াসা মহলদার। রবীন্দ্রসাহিত্যের প্রতি টান পিয়াসার, সে বিষয়েই পিএইচডি করতে চান তিনি। এদিকে তার সফলতার পর শুভেচ্ছার বন্যা বইছে।