প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলিম ছেলেমেয়েদের এক হাতে কুরআন আরেক হাতে কম্পিউটার রাখার পরামর্শ দিয়েছিলেন। এবার উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলির পড়ুয়াদের অঙ্ক এবং বিজ্ঞানের মতো বিষয়ের পাঠ দিতে সক্রিয় হল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। মঙ্গলবার সে রাজ্যের সংখ্যালঘু কল্যাণ বিষয়ক মন্ত্রী ধর্মপাল সিংহ এই পরিকল্পনার কথা ঘোষণা করে বলেন, ‘‘মাদ্রাসার পড়ুয়ারা যাতে শুধু মাত্র মৌলবী না হয়ে চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আমলা হওয়ারও সুযোগ পান, সেই লক্ষ্যেই মাদ্রাসা শিক্ষাকে আরও উন্নত ও আধুনিক করে তুলতে এমন সিদ্ধান্তের প্রয়োজন।’’
জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নকে বাস্তব করতেই আদিত্যনাথের সরকার মাদ্রাসা পড়ুয়াদের এক হাতে পবিত্র কোরান এবং অন্য হাতে ল্যাপটপ দেখতে চায় বলে বারাণসীতে এক সরকারি কর্মসূচিতে জানিয়েছেন ধর্মপাল। তাঁর দাবি, মাদ্রাসা পড়ুয়াদের ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এবং সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতির সুযোগ দিতে গণিত এবং বিজ্ঞান শিক্ষার পাশাপাশি হিন্দিও শেখানোর পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি ধর্মপাল জানিয়েছেন, উত্তরপ্রদেশে ওয়াকফ বোর্ডের বিপুল পরিমাণ জমি এখন জবরদখল হয়ে রয়েছে। সেই অবৈধ দখলদারি উচ্ছেদ করে স্কুল এবং হাসপাতাল তৈরি করবে রাজ্য সরকার।