শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক’, এমনটাই দাবী প্রাইমারি ২০১৪ নট ইনক্লুডেড আন্দোলনরত চাকরিপ্রার্থীদের।
প্রাইমারি ২০১৪ টেট উত্তীর্ন আন্দোলনকারীরা জানিয়েছেন, বুধবার বেলা ১২ টায়
নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা ফের কলকাতায় বিক্ষোভ করবে। তাদের স্লোগান,’চাকরি চাই চাকরি দাও’।
কিন্তু কোথায়,কিভাবে আন্দোলন করবেন, তা এখনো স্পষ্ট নয়। আগেও এই কৌশল নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ দেখায় চাকরি প্রার্থীরা। আজ কি সেখানেই বিক্ষোভ হবে নাকি অন্যত্র? আর কিছুক্ষণের মধ্যে সেটা জানা যাবে।