বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন মেসি। কিন্তু ৪৮ মিনিটের মাথায় গোল করলেন সৌদি আরবের সালে আলশেহরি। এরপর পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় গোল খেল আর্জেন্টিনা। বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের শটে গোল করলেন সালেম আলদাওশারি। ১-২ গোলে পিছিয়ে পড়লেন মেসিরা।