গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল নদিয়ার এক তৃণমূল নেতার। ব্যক্তিগত কাজে মুর্শিদাবাদে গিয়ে গুলিবিদ্ধ হন থানারপাড়া থানা এলাকার নারায়ণপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের স্বামী মতিরুল ইসলাম। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তাঁর উপর হামলা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর তাঁকে গুরুতর জখম অবস্থায় আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে। পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে তৃণমূল নেতার মৃত্যু হয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে।
দলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক সেজাজুল হক মিঠু অভিযোগ করেছেন, এর পিছনে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানের ভাগ্নে হাবিব ও এলাকার এক কুখ্যাত দুষ্কৃতীর হাত রয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ। তিনি বলেন, ‘‘হাবিব দু’দিন ধরে কলকাতায়। বাড়িতেই নেই।’’ নাম জড়িয়েছে জেলা পরিষদের এক সদস্যেরও। তিনিও অভিযোগ অস্বীকার করেছেন। (সৌজন্যে: আনন্দবাজার অনলাইন)