আগামী পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আজ রাজ্য নির্বাচন কমিশনে যাচ্ছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ। দুপুর সাড়ে বারোটায় দলটির এক প্রতিনিধি দল কমিশনে যাচ্ছেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী পঞ্চায়েত নির্বাচনে হিংসা রুখতে পদক্ষেপ, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো, প্রতিটি বুথে সিসিটিভি, অনলাইনে নমিনেশন সহ একাধিক দাবি নিয়ে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনে যাচ্ছেন ওয়েলফেয়ার পার্টির এক প্রতিনিধি দল।