এসআইও-র নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হলেন রামিস ই.কে। বাড়ি কেরলে। ২০২৩-২৪ সেশনের জন্য তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। বর্তমানে ওই পদে আছেন মহারাষ্ট্রের মুহাম্মদ সালমান।
জানাগেছে, রামিস ই.কে বরাবরই বিভিন্ন সামাজিক আন্দোলনে থাকেন। যেখানে কোনও অন্যায় হয়েছে তিনি প্রতিবাদ করেছেন। কেরলের কঝিকোড়ের রামিস হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে এমএ করেছেন। বর্তমানে দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি থেকে রাষ্ট্র বিজ্ঞানে পিএইচডি করছেন।
রামিস ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত কেরলের এসআইও-র রাজ্য পরামর্শ পরিষদে ছিলেন। তিনি একটি অনলাইন পত্রিকার সম্পাদনা করেছেন। ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি দিল্লির ক্যাম্পাস সেক্রেটারি ছিলেন।
দলিত নেতা রোহিত ভেমুলার মৃত্যু হোক কিংবা সিএএ, এনআরসি বিরোধী মঞ্চ, এসআইও-র এই নতুন সভাপতি বারবার রাজপথে আন্দোলনে নেমেছেন।